রাজগঞ্জ ১৩ মার্চঃ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের নাকা চেকিং রাজগঞ্জে।শনিবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত দেবেন্দ্রপুরে রাজ্য সড়কে এই নাকা চেকিং করা হয়।এদিন বেলাকোবা ফাঁড়ির পুলিশ ও স্ট্যাটিক সার্ভিলেন্স টিম সমস্ত গাড়ি দাঁড় করিয়ে ভিডিওগ্রাফি সহ তল্লাশি করে।
এই বিষয়ে স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের এক আধিকারিক সন্দীপ চক্রবর্তী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই নাকা চেকিং করা হচ্ছে।গাড়িগুলিতে মূলত দেখা হচ্ছে নির্বাচন কমিশনের বিধিনিষেধ উপেক্ষা করে অতিরিক্ত পরিমাণ টাকা, মাদক জাতীয় জিনিস এবং বিশৃঙ্খলা তৈরি করার মত জিনিস নিয়ে যাওয়া হচ্ছে কিনা।এই সমস্ত বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।ভোটের দিন পর্যন্ত এই রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন যায়গায় এই চেকিং চলবে বলে জানান তিনি।