জলপাইগুড়ি,১০ ডিসেম্বরঃ জানুয়ারি মাসের মধ্যে কাজের সুরাহা না হলে আত্মহত্যা ও ভোট বয়কটের হুশিয়ারি দিল সিভিল ডিফেন্সের কর্মীরা। এদিন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সের কর্মীরা জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে স্থায়ী চাকরি সহ বছরের প্রতি মাসে ৩০ দিনের কাজের দাবী জানায়।
ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন এর রাজ্য সহ সভাপতি প্রসেনজিত বসাক অভিযোগ করে বলেন, আমরা দীর্ঘদিন থেকে সরকারি সব কাজে সহযোগিতা করে গেলেও আমাদের সরকার দেখছে না।আগামি জানুয়ারী মাসের মধ্যে সরকারের পক্ষ থেকে কাজ ও চাকরির বিষয়ে যদি সদুত্তর না পাওয়া যায় তাহলে আমরা বিধানসভার ভোট বয়কট করব।
এদিকে এক সিভিল ডিফেন্স কর্মী তন্ময় বিশ্বাস বলেন, আমাদের মধ্যে যদি কেউ আত্মহত্যা করে তাহলে এর জন্য সরকার দায়ী থাকবে। আমরা এরপর বৃহত্তর আন্দোলন করব।