জল প্রকল্পের জন্য স্কুলের জমি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রশাসনের আধিকারিকরা   

শিলিগুড়ি, ২৯ জানুয়ারিঃ শিলিগুড়ির ইসকন রোড এলাকায় একটিয়াশাল তিলেশ্বরি অধিকারী হাইস্কুলের ময়দানে জল প্রকল্পের জমি পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় ও বিডিও অফিসের অধিকারিকেরা।


জানা গিয়েছে, একটিয়াশাল তিলেশ্বরি অধিকারী হাইস্কুলের ময়দানে পিএইচই দপ্তরের তরফে জলের রিজার্ভার করার প্রস্তাব দেওয়া হয়।এই নিয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলা হয়।কিছুদিন আগেও জল প্রকল্পের জন্য পিএইচই দপ্তরের আধিকারিকরা স্কুলের জমি পরিদর্শনে গেলে বিক্ষোভ দেখান এলাকাবাসী ও স্কুলের শিক্ষকরা।

বুধবার ফের স্কুল মাঠ পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় ও বিডিও অফিসের অধিকারিকেরা।স্থানীয়রা তা জানতে পেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।বিক্ষোভের জেরে সেখান থেকে বেরিয়ে যান অধিকারিকরা।


স্থানীয়দের জানান, এই জায়গাটি স্কুলের জন্য দান করা হয়েছে।এখানে শিশুরা খেলাধূলা করে।এই মাঠে জল প্রকল্পের কাজ হলে প্রচুর গাছ কাটা পড়বে ও স্থানীয়দের অসুবিধে হবে।এই কারণে জল প্রকল্প অন্যত্র করার দাবী জানান তারা।

অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় জানান, জেলাশাসকের নির্দেশে আমরা এখানে এসেছি।কোনরকম সবুজায়নকে নষ্ট না করে এবং মাঠের কোনো ক্ষতি না করে কিছুটা অংশ আমরা নিচ্ছি এই জল প্রকল্পের জন্য।যেহেতু স্থানীয় বাসিন্দারা বাঁধা দিচ্ছেন তাই আপাতত কাজ করছি না।তবে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে কি করা যায় দেখা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *