ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর হামলা দুষ্কৃতিদের, আতঙ্কে বাসিন্দারা  

শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর দুষ্কৃতি হামলা।ঘটনায় আহত বেশ কয়েকজন।গতকাল রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শান্তিনগর এলাকায়।ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১২টা নাগাদ বেশকয়েক জন শান্তিনগর এলাকায় একটি বাড়ির সামনে মদ্যপ অবস্থায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে।এতে স্থানীয়রা বাঁধা দিলে পরবর্তীতে ২০-২৫ জনের একটি দুষ্কৃতি দল ধারালো অস্ত্র নিয়ে এসে স্থানীয়দের ওপর হামলা চালায়।তাদের হাত থেকে রেহাই পায়নি এলাকার মহিলারাও।ঘটনায় বেশ কয়েকজন আহত হন। শুধু তাই নয় কয়েকজন মহিলার সোনার অলঙ্কার ছিনতাই করে নেয় বলে অভিযোগ।

ঘটনার পরই স্থানীয়রা বেশ কয়েকজনের নামে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে।তবে এখনও অবধি কেউ ধরা পড়েনি।এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *