শিলিগুড়ি,২০ আগস্টঃ প্রতি বছরই সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ির অশোকনগর,সুকান্তপল্লী,লেকটাউনের বিস্তীর্ণ এলাকা।সমস্যায় পড়েন এলাকাবাসীরা।শীঘ্রই এই সমাধানের সূত্র খুঁজে বের করা হবে বলে আশ্বাস দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি।শুক্রবার ওই এলাকাগুলিতে গিয়ে বেশ কয়েকটি বাড়ির কুয়োয় জীবাণুনাশক ওষুধ দেন তিনি।
পাশাপাশি এলাকাগুলিতে জল জমার বিষয়ে শিখা চ্যাটার্জি বলেন, বৃষ্টি হলেই এই এলাকাগুলিতে জল জমে।দীর্ঘদিনের সমস্যা এটি।জল জমার প্রকৃত কারণ খুঁজে এর সমাধান করা উচিত।আগের জনপ্রতিনিধিরা এই বিষয়ে কিছুই করেননি।তবে এবারে শীঘ্রই এর স্থায়ী সমাধান বের করা হবে বলে আশ্বাস দেন তিনি।