শিলিগুড়ি,২০ মার্চঃ করোনার আতঙ্কে এবার বন্ধ হল রামনবমীর শোভাযাত্রা। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে শ্রী রামনবমী মহোৎসব সমিতির তরফে জানানো হয় বিশ্ব এখন করোনার আতঙ্কে আতঙ্কিত। রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফে বারবার ভিড় এড়াতে বলা হয়েছে।
সেই কথা মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী ২রা এপ্রিল তারা বন্ধ রাখবেন রামনবমীর বিশাল শোভাযাত্রা। তার বদলে ২৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তাদের সমস্ত সমিতির সদস্যরা নিজেদের ওয়ার্ডে বাড়িতে হনুমানচল্লিসা পড়ুক, রামনাম করুক।
পাশাপাশি তারা সকলের কাছে আবেদন করে সাধারণ মানুষও যাতে বাড়িতেই রামনাম করেন। তারা আরও জানান, করোনা মোকাবিলায় তারা প্রশাসনের সাথে সমস্তরকম সহযোগিতা করবেন।