শিলিগুড়ি, ১৮ মার্চঃ স্ত্রীকে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মাটিগাড়া থানা অন্তর্গত তুম্বাজোত এলাকায়।
জানা গিয়েছে, রাজেশ কুমার গুপ্তা প্রথমে বিয়ে করেন রেখা গুপ্তাকে।তাদের দুই সন্তানও রয়েছে।১২ বছর আগে রাজেশ কুমার দ্বিতীয়বার বিয়ে করেন রীতা সাহাকে।এরপর থেকে পারিবারিক অশান্তি শুরু হয়।তার প্রথম স্ত্রী রেখা গুপ্তা তুম্বাজোত এলাকায় থাকে এবং দ্বিতীয় স্ত্রী রাণানগর এলাকায় থাকতো।প্রতিদিন রাতে রাজেশ তার দ্বিতীয় স্ত্রীর কাছে যেত।কিন্তু গতকাল রাতে বাড়িতে না আসায় রীতা সাহা তাকে খুঁজতে রেখা গুপ্তা বাড়িতে পৌঁছায়।সেখানে শুরু হয় ঝামেলা।
অভিযোগ, সেইসময় রাজেশ কুমার গুপ্তা ও তার প্রথম স্ত্রী রেখা গুপ্তা এবং তাদের দুই ছেলে ধারালো অস্ত্র দিয়ে রীতা সাহার উপর হামলা চালায়।গুরুতর আহত অবস্থায় রীতাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মেয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মা বাবা সহ পরিবারের সদস্যরা।এরপর রাজেশ কুমার সহ তার প্রথম স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতার পরিবার।অভিযোগের ভিত্তিতে রাজেশ কুমার গুপ্তাকে গ্রেফতার করে পুলিশ।জানা গিয়েছে, রাজেশ কুমার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা।বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।
ধৃত রাজেশ কুমারকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।