শিলিগুড়ি, ১২ মার্চঃ স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।ঘটনার পর থেকে পলাতক স্বামী।
জানা গিয়েছে, ২০০৮ সালে এনজেপির কাশ্মীরা খাতুনের সঙ্গে দাগাপুরের হাতিডোবার বাসিন্দা আজমুদ্দিনের বিয়ে হয়।বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল।তবে কিছুদিন যেতেই বিভিন্ন বিষয়ে বিবাদ শুরু হয় কাশ্মীরা ও আজমুদ্দিনের।অভিযোগ, আজমুদ্দিন প্রায় সময়ই কাশ্মীরাকে মারধর করতো।স্বামীর পাশাপাশি শ্বশুরবাড়ির সদস্যরাও অত্যাচার করতো বলে অভিযোগ।শুক্রবার রাতেও ঝগড়ার সময় আজমুদ্দিন ধারালো অস্ত্র দিয়ে কাশ্মীরার ওপর হামলা চালায়।এরফলে মৃত্যু হয় কাশ্মীরার।ঘটনার পর থেকে পলাতক আজমুদ্দিন।
ঘটনার পর মৃতার পরিবারের তরফে আজ প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।