শিলিগুড়ি, ১৯ মেঃ পণের জন্য স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী।ধৃতের নাম মহম্মদ আলম(২৭)।শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদর্শনগর কলোনির ঘটনা।মৃতার নাম আয়েশা খাতুন।
জানা গিয়েছে, ২০২১ সালের ১৫ আগস্ট শিলিগুড়ির জ্যোতিনগর এলাকার বাসিন্দা আয়েশা খাতুনের সঙ্গে মহম্মদ আলমের বিয়ে হয়।অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই আয়েশার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পণের জন্য আয়েশাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।এর মধ্যে আয়েশার এক সন্তান হয়।সন্তান হওয়ার পরও আয়েশার ওপর অত্যাচার কমেনি।
চলতি মাসের ১৭ তারিখ ফের আয়েশার স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা ৩ লক্ষ টাকা পণের দাবি করে।আয়েশা এর প্রতিবাদ করলে শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করে বলে অভিযোগ।এরপরই আয়েশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।ঘটনার পর আয়েশাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে আয়েশার মৃত্যুর পর মৃতার পরিবারের তরফে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।