শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। অভিযুক্তের নাম ধীরজ রাই।অভিযুক্ত সিকিমের বাসিন্দা।তবে কাজের সূত্রে শিলিগুড়িতে থাকে।
জানা গিয়েছে, গত ৩ জানুয়ারি শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের পবিত্রনগর এলাকায় দীপা শর্মা নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।পুলিশ মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনার একদিন পর মৃতার দিদি দুর্গা শর্মা প্রধাননগর থানায় তার বোনের স্বামীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে।
দুর্গা শর্মার অভিযোগ, ছয় বছর আগে ধীরজের সঙ্গে বোনের বিয়ে হয়।তাদের চার বছরের এক ছেলেও রয়েছে।বিয়ের পর থেকে ধীরজ প্রতিদিন মদ্যপান করে বোনকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। খুনের দিন রাতেও বোনকে মারধর করেছিল ধীরজ।এরপর তাকে খুন করে আত্মহত্যা দেখানোর চেষ্টা করেছে তার স্বামী।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।