শিলিগুড়ি, ৮ নভেম্বরঃ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী।রবিবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ঠাকুরনগরের বাঁশবাড়ি এলাকায়।মৃতার নাম লক্ষ্মী দে(৪৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় সুজয় দে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রীর লক্ষ্মী দে’র ওপর চড়াও হয়।সেইসময় নিজেকে বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে স্ত্রী।এরপর পিছু ধাওয়া করে রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে ধরে খবর দেয় পুলিশে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় এনজেপি থানার পুলিশ।অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।