শিলিগুড়ি, ১০ জুনঃ স্ত্রী সন্তানকে মারধর ও প্রাণে মারার হুমকির অভিযোগ স্বামীর বিরুদ্ধে।অভিযুক্ত স্বামীর নাম রাজু দাস।
জানা গিয়েছে, শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের বাসিন্দা পিঙ্কি দাসের স্বামীর বাড়ি সিপাইপাড়া এলাকার চতুরাগছে।চুরি ডাকাতি করাই পেশা রাজু দাসের।দীর্ঘ কয়েকবছর ধরে আলাদাই থাকেন পিঙ্কি।তাদের দুই সন্তান রয়েছে।কয়েকমাস আগে এক ছেলেকে বাড়িতে নিয়ে যায় স্বামী।জোর করে বড় ছেলেকে বাড়িতে রেখে দেয় বলে অভিযোগ।দীর্ঘদিন ছেলেকে দেখতে না পেয়ে বৃহস্পতিবার রাতে পিঙ্কি দাস স্বামীর বাড়িতে গেলে তাকে ধারালো অস্ত্র,ইট,বাটাম,দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ।প্রাণে বাঁচতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে সেখানে গিয়েও হামলা চালায়।এমনকি স্ত্রী, সন্তান সহ প্রতিবেশী দুই মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ।ভেঙে দেওয়া হয় প্রতিবেশীর বাড়ি।
ঘটনার পর এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় অভিযুক্ত।পুলিশ চলে গেলে ফের এসে প্রতিবেশীদের প্রাণে মারার হুমকি দেয়।এরফলে আতঙ্কিত প্রতিবেশিরা।
শুক্রবার স্বামী রাজু দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী পিঙ্কি দাস।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
