ধর্মঘট সফল করতে সকাল থেকে শিলিগুড়ির রাস্তায় অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে সারা ভারত ধর্মঘট সফল করতে বুধবার সকাল থেকেই শিলিগুড়ির রাস্তায় নামতে দেখা গেল বিধায়ক তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে। ধর্মঘটের সমর্থনে মিছিল করেন তিনি। অন্যদিকে দলীয় কার্যালয় অনীল বিশ্বাস ভবনের সামনে বসে ধর্মঘটের পরিস্থিতির উপর নজর রাখেন।


শিলিগুড়ি টাইমসের মুখোমুখি হয়ে বলেন, ব্যাপক প্রভাব পড়েছে ধর্মঘটের। গাড়ি চলাচল বন্ধ। সমস্ত দোকানপাট বন্ধ। মানুষ আমাদের পাশে থেকে সমর্থন করেছে এটাই তার প্রমাণ। তবে বহু জায়গায় পুলিশ জোর করে ধর্মঘট সমর্থনকারীদের আটক করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *