শিলিগুড়ি,২৬ আগস্টঃ ঘরে ঢুকে ব্যক্তি দেখেছিলেন বিছানা অগোছালো হয়ে রয়েছে। ক্ষিপ্ত হয়ে মেয়েকে মারধর শুরু করেন। এরপর মেয়েকে বাঁচাতে গিয়ে খুন হতে হয় মা’কে। ২০১৩ সালের সেই ঘটনায় ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত।
বৃহস্পতিবার শিলিগুড়ি অতিরিক্ত জেলা ও নগর দায়রা আদালত ২ নির্দোষ টোপ্পো নামে ওই ব্যক্তির সাজা ঘোষণা করে। ২০১৩ সালের ৭ অক্টোবর রাতে ঘটনাটি ঘটে বাগডোগরার হাসখোয়া চা বাগানে। চা বাগানের বাসিন্দা উষা টোপ্পোকে খুন করে তাঁর স্বামী নির্দোষ টোপ্পো।এরপরই ব্যক্তিকে গ্রেফতার করে বাগডোগরা থানা। মামলা চলাকালীন ১৬ জনের সাক্ষী নেওয়া হয়। বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ড সহ ১ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে নির্দোষকে।
জানা গিয়েছে, ৭ অক্টোবর ঘটনার দিন রাতে মদ্যপ অবস্থায় নির্দোষ বাড়িতে ফেরেন।ঘরে ঢুকে বিছানা অগোছালো দেখতে পান।তখন তাঁর মেয়েকে মারধর করতে শুরু করেন।মেয়েকে বাঁচাতে এগিয়ে আসে উষা।রাগের বশে পকেট থেকে চাকু বের করে হামলা করে নির্দোষ।ঘটনাস্থলেই মারা যান মহিলা।এদিন সাজা ঘোষণার পর সরকার পক্ষের আইনজীবী অমিতাভ মুখার্জি জানান, স্বামী স্ত্রীয়ের মধ্যে অনেকদিন ধরে ঝামেলা চলছিল।সেদিন নির্দোষ বাড়িতে ঢুকে মেয়েকে মারধর করছিল।তখন স্ত্রী সামনে আসায় চাকু দিয়ে খুন করে তাকে।