শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ স্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় রাগের বশে মাসি শাশুড়িকে হামলার ঘটনায় অভিযুক্ত জামাইকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম নূর আলম।ফাঁসিদেওয়ার বাসিন্দা।
জানা গিয়েছে, গত বুধবার রাত ৮টা নাগাদ মাটিগাড়ার রামকৃষ্ণ পাড়ায় একটি অন্ধকার গলিতে রঞ্জু খাতুন নামে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা করা হয়।গুরুতর আহত অবস্থায় মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে।গত বেশকয়েকদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং আহত মহিলার সঙ্গে কথা বলে অভিযুক্ত নূরের সম্পর্কে জানতে পারে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, পারিবারিক ঝামেলা থেকেই এই হামলার ঘটনা ঘটেছে।নূর কয়েক মাস আগে রঞ্জু খাতুনের দিদির মেয়েকে বিয়ে করে।তবে নূর আগে থেকেই বিবাহিত ছিল।প্রথম পক্ষের স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় দ্বিতীয়বার বিয়ে করেছিল সে।কিন্তু দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। এরপর নূর তার স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় রঞ্জু খাতুনের সঙ্গে দেখে।
এরপর রঞ্জু খাতুনের বাড়িতেও যায় সে।সেখানে স্ত্রীর সঙ্গে দেখা করার কথা জানায়।এই নিয়ে রঞ্জু এবং নূরের মধ্যে ঝামেলা হয়।এরপরই স্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় রঞ্জু খাতুনকে হামলা করে নূর।
মঙ্গলবার নূর লেলিন কলোনিতে এক আত্মীয়ের বাড়িতে পৌঁছায়।খবর পেয়ে সেই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রফেতার করে পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
