শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ পড়ুয়াদের উচ্চ শিক্ষার সুবিধার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য সরকার।এই প্রকল্প চালু হওয়ার পর বহু পড়ুয়া তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু করেছে।স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা অবধি ঋণ নেওয়ার সুবিধা রয়েছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
আজ শিলিগুড়ির ২৯ জন পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন দার্জিলিং এর জেলাশাসক এস পন্নমবলম।এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে পেয়ে খুশি হন পড়ুয়ারা।
এই বিষয়ে জেলাশাসক এস পন্নমবলম বলেন, আজ ২৯ জন পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হল।এদিন দার্জিলিং এর ৩ পড়ুয়াকে কার্ড তুলে দেওয়া হয়েছে।আগামীতেও বেশ কয়েকজন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে।