শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় বেলাগাম পরিস্থিতি দেশে।শিলিগুড়িতেও প্রতিদিন বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
রবিবার স্টুডেন্ট সোসাইটি অফ শিলিগুড়ির পক্ষ থেকে মহাবীরস্থান ১ নম্বর রেলগেটের সবজি বাজার সংলগ্ন এলাকায় সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়।এদিন পিপিই পড়ে সাধারণ মানুষকে সচেতন করেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।এছাড়াও যাদের মুখে মাস্ক ছিল না তাদের বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।