বাংলাকে অখন্ড রাখতে স্টুডেন্ট সোসাইটি অফ শিলিগুড়ির তরফে মৌন প্রতিবাদ

শিলিগুড়ি,২৫ জুনঃ পৃথক রাজ্যের দাবি উঠতেই সরগরম রাজ্য রাজনীতি।বাংলাকে অখন্ড রাখতে শিলিগুড়িতে মৌন প্রতিবাদে সামিল হলেন স্টুডেন্ট সোসাইটি অফ শিলিগুড়ি।


এদিন প্ল্যাকার্ড হাতে বাংলাকে অখন্ড রাখার দাবি জানান তারা।পাশাপাশি সাধারণ মানুষকে রাখি পরিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেয়।

এই বিষয়ে স্টুডেন্ট সোসাইটি অফ শিলিগুড়ির সদস্য বিবেক ঝা বলেন, করোনা পরিস্থিতিতে যখন প্রতিদিন বহু মানুষের মৃত্যু এবং সংক্রমিত হচ্ছেন সেইসময় কিছু মানুষ বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন।বাংলাকে কোনভাবেই ভাগ হতে দেওয়া যাবে না।এই কারণেই আজ আমরা পথে নেমেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *