ফ্যাসিস্ট আক্রমন রুখতে কনভেনশনের আয়োজন

শিলিগুড়ি,১৪ মার্চঃ ফ্যাসিবাদের আক্রমন রুখতে কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে কনভেনশনের আয়োজন করল কমিউনিষ্ট পার্টি। এদিন শিলিগুড়ির জিটিএস ক্লাবে এই কনভেশন আয়োজিত হয়।


এসএফআই এর সম্পাদক সাগর শর্মা জানান, প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিজেপি আরএসএস এর দল ফ্যাসিস্ট আক্রমন আনছে। সাম্প্রদায়িকতাকরন করা হচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ ছাত্র-ছাত্রীদের কথা বলার অধিকার। এইসময়ে দাড়িয়ে তারা সকল ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ করতেই এই কনভেনশন করছেন। আজকের কনভেনশনে সকল ছাত্রছাত্রীরাই নিজেদের মতামত পেশ করবে। পরবর্তীতেও তাদের বেশকিছু কর্মসূচী রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *