রাজ্যের মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে পাশ করানোর দাবীতে অনশন আন্দোলনে নামল জলপাইগুড়ি ফার্মাসি কলেজের পড়ুয়ারা  

জলপাইগুড়ি, ২৫ আগস্টঃ পরীক্ষা বাতিল করে ৮০/২০ মূল্যায়নের ভিত্তিতে পাশ করানোর দাবিতে অনড় জলপাইগুড়ি ফার্মাসি কলেজের পড়ুয়ারা।এবারে অনশন আন্দোলনে নামল চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা।জানা গিয়েছে, সোমবার থেকে তাদের অনশন আন্দোলন শুরু হয়েছে।তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন কলেজ অধ্যক্ষও।


প্রসঙ্গত, পরীক্ষা বাতিলের দাবীতে এর আগে কলেজ অধ্যক্ষকে আটকে রেখে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।বিক্ষোভ আন্দোলনের জেরে কলেজের পক্ষ থেকে পরীক্ষা বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।এরপর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ফের আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা।

চতুর্থ বর্ষের এক ছাত্র জানান, করোনা আবহে আমরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছি।এর আগে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে আমরা আন্দোলন তুলে নিয়েছিলাম।কিন্তু আমাদের দাবি না মেটায় এবারে আমরা অনশন আন্দোলনে নেমেছি।ছাত্রছাত্রীদের দাবী বিগত বর্ষের পরীক্ষার ভিত্তিতে ৮০ শতাংশ নম্বর এবং  ২০শতাংশ  নম্বরের ভিত্তিতে পরীক্ষা নিতে হবে তাহলে আমরা পরীক্ষা দিতে রাজি আছি।


জলপাইগুড়ি ফার্মাসি কলেজের অধ্যক্ষ সৌরভ সিনহা রায় বলেন, আমি ছাত্রছাত্রীদের সাথেই রয়েছি।আমি জেলা প্রশাসনের সাথে কথা বলে ছাত্রছাত্রীদের নিয়ে বৈঠক করব যাতে সমস্যার সমাধান হয়।আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে পরীক্ষা নিতে বলেছে সেইভাবেই কাজ করছি  ছাত্রছাত্রীদের দাবি গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş