শিলিগুড়ি,১০ ডিসেম্বরঃ সপ্তাহ জুড়ে ইন্ডোগো বিমান সংস্থার পরিষেবা ব্যহত থাকার পর অবশেষে বাগডোগরা বিমানবন্দরে স্বাভাবিক হল বিমান পরিষেবা।
বর্তমানে বাগডোগরা বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময়ে ওঠা- নামা করছে ইন্ডোগো বিমান সংস্থার বিমান। সপ্তাহ ধরে ইন্ডিগোর কর্মী সংকটের জেরে ব্যহত হয় যাত্রী পরিষেবা। এর জেরে চরম সংকটে পড়েন বিমান যাত্রীরা। যদিও, আজ থেকে পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে কর্মী সংকটের জেরে ইন্ডোগোর ৩৮ টি বিমান বাতিল হয়েছে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সবরকম ব্যবস্থা করা হয়েছিল বলে সাংবাদিক বৈঠক করে জানান বাগডোগরা বিমানবন্দরে ডিরেক্টর নাভেদ নাজিম।
অপরদিকে, বিমান পরিষেবা স্বাভাবিক হতেই খুশি যাত্রীরা।
