রাজগঞ্জ, ১ জুনঃ রাজগঞ্জে একটি নির্মীয়মাণ কারখানায় স্থানীয়দের কাজে নেওয়ার দাবিতে কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দাদের একাংশ।সোমবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের করতোয়া এলাকায়।
সূত্রের খবর, আগে ওই জমিতে একটি বহুজাতিক কোম্পানির কারখানা ছিল।পরবর্তীতে কারখানা বন্ধ করে চলে যায় ওই কোম্পানি।সম্প্রতি নতুন মালিক মেরামতির কাজ শুরু করেছেন।এদিন স্থানীয় বেশকিছু মানুষ এলাকার শ্রমিকদের কাজে নেওয়ার দাবিতে জমায়েত হয়।
হাসিবুল মহম্মদ বলেন, বহিরাগত শ্রমিক এনে কাজ করানো হচ্ছে।একেতো এখন করোনার জেরে লকডাউন চলছে, তাই বহিরাগত শ্রমিক দিয়ে কাজ করলে বিপদের ঝুঁকি রয়েছে।কাজ করতে হলে স্থানীয় শ্রমিকদের নিতে হবে।
অন্যদিকে নির্মীয়মান কারখানার তরফে জনাব আলি বলেন, এলাকার শ্রমিকদের কাজে নেওয়া হয়েছে।শুধু নিরাপত্তারক্ষী বাইরের।স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের অনুমতি নিয়েই ওই শ্রমিকদের কাজে নেওয়া হয়েছে।কিন্তু কিছু লোক মিথ্যা অভিযোগ তুলেছেন ।