শিলিগুড়ি,২ মেঃ দীর্ঘ ১০ বছর পর খুলল পানিঘাটা চা বাগান।২০১৫ সাল থেকে শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে পড়েছিল এই চা বাগান। এদিন বাগান খুলে যাওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহলে।
২০১৫ সালে মালিক পক্ষ সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিস টাঙিয়ে বাগান ছেড়েছিল।যার জেরে কর্মহীন হয়ে পড়েছিল সেখানকার শ্রমিকেরা। গত ২৯ এপ্রিল শিলিগুড়ি শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
মালিকপক্ষ জানায়, ১০ বছর পর বাগানটি খুলছে তাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। শ্রমিকরা সহযোগিতা করলে দ্রুত পুরনো চেহারায় ফিরে আসবে এই বাগানটি। অন্যদিকে খুশি চা শ্রমিকেরা। ১০ বছর অনেক সমস্যা হয়েছে, বাগান খোলা থাকুক মত চা শ্রমিকদের।