রাজগঞ্জ, ১৪ ডিসেম্বরঃ ৫০ বছরে পদার্পণ করলো রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চবিদ্যালয়।পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করা হল।
বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পা মেলান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ, ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় সহ শিক্ষক, পড়ুয়া শিক্ষাকর্মী-সহ এলাকার বহু মানুষ।শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে স্কুলে আসে। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।এছাড়াও বিদ্যালয়ে হরিহরানন্দ মহারাজের মূর্তির উন্মোচন করা হয়৷
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মনোজিৎ পাল বলেন, আজ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পূর্তি অনুষ্ঠান পালিত হচ্ছে। গতকাল মশাল দৌড়ের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল।আজ বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে।এছাড়া দুদিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।