শিলিগুড়ি,২০ ফেব্রুয়ারিঃ সুব্রামানিয়াম স্বামীর ট্যুইটকে সমর্থন জানালেন দার্জিলিংয়ের সংসদ রাজু বিস্ত। সম্প্রতি গোর্খাল্যান্ডকে সমর্থন করে ট্যুইট করেন কেন্দ্রীয় সংসদ সুব্রামানিয়াম স্বামী। এদিন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন তিনি। মূলত কেন্দ্রীয় সংসদের এই ধরনের ট্যুইটের পর এই প্রসঙ্গে মুখ খোলেননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ট্যুইটের সমর্থনের পাশাপাশি তিনি গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাংকে উদ্দেশ্য করে বলেন মুখ্যমন্ত্রীকে দিয়ে গোর্খাল্যান্ড বিল বিধানসভায় পাস করার বাকি কাজগুলি কেন্দ্র সরকার করে দেবে। রাজনৈতিক মহলের মতে বিনয় তামাংকে উদ্দেশ্য করে সাংসদের এই বক্তব্য এককথায় বিনয় তামাং কে চাপে রাখা।
প্রসঙ্গত কিছুদিন আগে সুব্রামানিয়াম স্বামী ট্যুইট করে বলেন “২০১৪ সালে দলের লোকসভা ভোটের প্রতিশ্রুতিগুলি দলীয় স্তরে খতিয়ে দেখা শুরু করা উচিত। কারণ, এর অধিকাংশ প্রতিশ্রুতি আমরা রাখিনি। এর মধ্যে গোর্খাল্যান্ডকে অগ্রাধিকার দেওয়া উচিত। সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করাটা জরুরি”।