শিলিগুড়ি, ৬ জুলাইঃ করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর জাঁকজমকভাবে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করেছে শিলিগুড়ির বিভিন্ন ক্লাব।বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করল সুব্রত সংঘ।শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার সুব্রত সংঘের দূর্গা পুজো এবছর ৬৫তম বর্ষে পদার্পণ করছে।এবছরের থিম ‘সবুজ কংক্রিট’।
উদ্যোক্তাদের তরফে ভাস্কর বিশ্বাস বলেন, গত দুবছর ক্লাবের ফান্ড ও সদস্যরা চাঁদা তুলে পুজো করেছি।এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের বড় করেই পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রত্যেকবছরের মত এবারও শহরবাসীর নজর কাড়বে সুব্রত সংঘের পুজো।