শিলিগুড়ি,৫ আগস্টঃ SUCI এর প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষ পালিত হল।শুক্রবার SUCI এর তরফে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে ট্যাবলো নিয়ে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি কোর্টমোড়,হিলকার্ট রোড হয়ে মিত্র সম্মিলনী হলের সামনে গিয়ে শেষ হয়।এরপর সেখানে একটি সভা করা হয়।সেখানে শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে দলীয় পতাকা উত্তোলন করা হয়।সভায় শিবদাস ঘোষের জীবনী নিয়ে আলোচনা করা হয়।