শিলিগুড়ি, ১৮ জানুয়ারিঃ আরজি করের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত, সোমবার রয়েছে দোষীর সাজা ঘোষণা।শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করতেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের বিক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র চিকিৎসকেরা।
জুনিয়র চিকিৎসকদের দাবী, শুধুমাত্র সঞ্জয় রায় একা নন এই ঘটনার পেছনে রয়েছে আরও একাধিক ব্যক্তি।রাজ্য এবং কেন্দ্রের সিবিআই হাতে হাত মিলিয়েছে।এই অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসক, জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়ারা।বিক্ষোভের পাশাপাশি বেশকিছুক্ষণ পথ অবরোধও করেন তারা।
এই বিষয়ে ডঃ শাহরিয়ার আলম জানান, আরজি করের ঘটনায় সঞ্জয় রায় একা দোষী নয়, আরও অনেকে জড়িত রয়েছে।আমরা আজকের রায়ে খুশি নই।
অপরদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়া সহেলী মুখার্জী জানান, আমরা মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত।প্রকৃত অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হোক এমনটাই দাবী জানান তিনি।