শিলিগুড়িতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী অন্তঃসত্ত্বা গৃহবধূ, আটক স্বামী

শিলিগুড়ি,২০ আগস্টঃ সুইসাইড নোট লিখে শিলিগুড়িতে আত্মঘাতী হলেন এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। ঘটনার পর তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত পূর্ব মাঝাবাড়ি বিধান মোড় সংলগ্ন এলাকার ঘটনা। মৃত গৃহবধূর নাম মন্দা সাহা(৩৩)।


জানা গিয়েছে, এর আগেও মন্দা সাহার বিয়ে হয়েছিল। প্রথম পক্ষের এক সন্তান রয়েছে। প্রথম স্বামীর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। এরপর বছর খানেক আগে বাপি বর্মণ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় মন্দা সাহার। অভিযোগ,বিয়ের কয়েক মাস পর থেকে টাকা ও সম্পত্তির জন্য মানসিক ও শারীরিক অত্যাচার করত বাপি বর্মণ ও শাশুড়ি রেখা বর্মণ। বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার উপস্থিতিতে সালিশি সভাও করা হয়। কিছুদিন স্বাভাবিক থাকলেও পুনরায় মন্দার ওপর অত্যাচার শুরু করে তার স্বামী। অত্যাচারের জেরে প্রায় ১৫ দিন ধরে বাপের বাড়িতে থাকছিল মন্দা।এরপর শনিবার ঘর থেকে মন্দার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘরের ভেতর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।যেখানে লেখা রয়েছে “ বাপি শুধু আমাকে ব্যবহার করে গেল।এর জন্য আমার জীবনটাও দিয়ে দিলাম।এবার ওর আত্মা শান্তি পাবে”।

মন্দার পরিবার সূত্রে খবর, তিনমাসের গর্ভবতী ছিল মন্দা। প্রায়ই বাপি বর্মণ মন্দাকে টাকার জন্য মারধর করত। প্রায় ১২ লক্ষ টাকা ইতিমধ্যেই বাপিকে দেওয়া হয়েছে।


মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে আশিঘর ফাঁড়ির পুলিশ।অন্যদিকে মন্দার পরিবারের তরফে বাপি বর্মণের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে বাপি বর্মণকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *