শিলিগুড়ি, ২৯ মেঃ শিলিগুড়ির সুকনার অন্তর্গত একটি সরকারি স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে বিক্ষোভ দেখাল মোহরগং চা বাগানের কয়েকশো শ্রমিক।
উল্লেখ্য, ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। এই কারণে রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে।
জানা গিয়েছে, মোহরগং চা বাগান এলাকার ইলাপাল চৌধুরি মেমোরিয়াল স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়। বিষয়টি জানতে পেরেই শুক্রবার প্রায় কয়েকশো শ্রমিক ওই স্কুলের প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।
শ্রমিকরা জানান, এলাকার স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করলে তার থেকে সংক্রমণ ছড়াতে পারে। এই কারণেই এদিন বিক্ষোভে সামিল হন তারা।এদিকে চা বাগানের শ্রমিক নেতারা জানান, সরকার তার সিদ্ধান্ত না বদলালে শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যাবেন।