চালসা,২৩ ডিসেম্বরঃ সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা।বিজেপিতে যোগদান করায় তার বিরোধিতায় বুধবার তৃণমূলের তরফে ধিক্কার মিছিল বের করা হল।
জানা গিয়েছে, এদিন চালসায় যুব তৃণমূল কংগ্রেস ও বাতাবাড়িতে তৃণমূল কিষাণ ক্ষেত মজদুরের তরফে পৃথকভাবে দুটি মিছিল করা হয়।
বাতাবাড়িতে মিছিলে উপস্থিত ছিলেন মেটেলি ব্লক তৃণমূল কিষান ক্ষেত মজদুরের জেলা সভাপতি দুলাল দেবনাথ,ব্লক সভাপতি সোনা সরকার,মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা,প্রধান শেলী বেগম,জেলা পরিষদের সদস্যা সীমা সরকার সহ অন্যান্যরা।
এদিকে চালসায় মিছিলে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী, ব্লক যুব সভাপতি স্বপ্না ওঁরাও,প্রধান দীপক ভুজেল প্রমুখ।