সফল উৎক্ষেপণ, সূর্যের উদ্দেশ্যে রওনা দিল আদিত্য এল-১

চাঁদের পর এবারে সূর্য।সফলভাবে সূর্যের উদ্দেশ্যে রওনা দিল ইসরোর মহাকাশযান আদিত্য এল-১।


শনিবার সকাল ১১টা বেজে ৫০মিনিট নাগাদ শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে আদিত্য এল-১ কে উৎক্ষেপণ করা হল।চন্দ্রাভিযানের সাফল্যের পর আদিত্য এল-১ এর সূর্য বিজয়ের তাকিয়ে রইলো গোটা দেশ।এদিন আদিত্য এল-১ এর উৎক্ষেপণ দেখতে শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্রে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন।

আদিত্য এল-১ সূর্যের উদ্দেশ্যে পাঠানো ভারতের প্রথম মহাকাশযান।কয়েকলক্ষ পথ পরিক্রমা করে গন্তব্যে পৌঁছাবে মহাকাশযানটি।যার জন্য সময় লাগবে প্রায় ১২০ দিন।এরপর সূর্য সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা পাঠাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780JOJOBETjojobetgirişi jojobetjojobet girişjojobet giriş