পিক‌আপ ভ্যানে সুপারি পাচারের চেষ্টা, গ্রেফতার ১

নকশালবাড়ি, ৮ নভেম্বরঃ ত্রিপল দিয়ে ঢেকে পিক‌আপ ভ্যানে সুপারি পাচারের চেষ্টা।পুলিশের নাকা তল্লাশিতে ২৭৫ কেজি সুপারি সহ গ্রেফতার হল একজন।


পুলিশ সূত্রে খবর, নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়েতে পিক‌আপ ভ্যানটিকে আটক করে ত্রিপল দিয়ে মোড়ানো ৫ বস্তা সুপারি উদ্ধার করে নকশালবাড়ি থানার পুলিশ।গাড়ি ও সুপারির বৈধ নথিপত্র দেখাতে না পারায় গাড়ি চালক মহম্মদ সফিউল আলমকে গ্রেফতার করা হয়।ধৃত জলপাইগুড়ির বাসিন্দা।

উদ্ধার হওয়া ২৭৫ কেজি সুপারির বাজারমূল্য লক্ষাধিক টাকা।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।ঘটনায় পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করেছে নকশালবাড়ি থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *