উত্তরবঙ্গ মেডিক্যালে সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ খতিয়ে দেখলেন ওএসডি ডঃ সুশান্ত রায়

শিলিগুড়ি, ২৪ জুলাইঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি ডঃ সুশান্ত রায়।উপস্থিত ছিলেন বরাদ পাওয়া সংস্থার সদস্য এবং হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা।


এদিন স্বাস্থ্যদপ্তরের তরফে একটি বৈঠকও করা হয়।বৈঠকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার সময়সীমা বেঁধে দেয় স্বাস্থ্যদপ্তর।

জানা গিয়েছে, ২০১৫ সালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ শুরু হয়।২০১৯ সালের মধ্যে দেড়শো কোটি টাকার ওই প্রকল্প শেষ করার কথা থাকলেও ২০২১ সালেও এই কাজ শেষ হয়নি।এর মধ্যে ঠিকমত কাজ না করায় ২টি সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করে স্বাস্থ্যদপ্তর।শেষে কেন্দ্র সরকারের তরফে একটি সংস্থাকে ওই কাজ শেষ করার জন্য নিযুক্ত করা হয়।স্বাস্থ্য দপ্তর এদিন বৈঠক করে ৮ মাসের মধ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার সময়সীমা বেঁধে দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *