জলপাইগুড়ি, ২২ মেঃ সুপারস্প্রেডারদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পৌরসভা।জানা গিয়েছে, শনিবার দুপুরে পৌরসভার একটি জরুরি বৈঠক ডাকা হয়।এদিনের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
খুচরো ব্যবসায়ী যেমন মাছ, মাংস, সবজি বিক্রেতা যারা প্রতিদিন অনেকের সংস্পর্শে আসেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে।নির্দিষ্ট ফর্ম, আধার কার্ড ও ফোন নম্বর জমা করে কো-অর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ করলেই ভ্যাকসিন পাওয়া যাবে।বৈঠক শেষে পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বিষয়টি জানান।
এদিনের বৈঠকে পৌরসভার অনান্য আধিকারিক ও কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।