শিলিগুড়ি, ১৪ অক্টোম্বরঃ পুজোর আর মাত্র কয়েকটা দিন। তাঁর আগে শহরের সুরক্ষা ব্যবস্থা দেখতে রাস্তায় নামলেন পুলিশ কমিশনার সি সুধাকর। শনিবার ভোরে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে যান পুলিশ কমিশনার।
মহালয়া ও পুজোর বিসর্জনে ঘাটে ব্যাপক ভিড় হয়। যেকারণে ভিড় সামাল দিতে কী কী ব্যবস্থা রয়েছে ও কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা খোঁজ নিতেই এদিন ঘাটে যান পুলিশ কমিশনার।
কুমোরটুলি যাওয়ার রাস্তাও ঘুরে দেখেন তিনি। পুজোর আগে শহরের সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে বলেই জানিয়েছেন পুলিশ কমিশনার।
এদিন নদীঘাটে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি সিভিল ডিফেন্স টিমও মোতায়েন ছিল। অন্যদিকে সুরক্ষা ব্যবস্থা দেখতেও বেশকিছু পুজো মণ্ডপেও যাবেন পুলিশ কমিশনার। নির্দেশিকা মেনে ও দর্শনার্থীদের সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা থাকছে তা খতিয়ে দেখবেন কমিশনার।