পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটির তরফে সুরক্ষা সামগ্রী প্রদান

শিলিগুড়ি, ৫ জুনঃ ক্রিকেটার ঋদ্ধিমান সাহার বাবা প্রশান্ত সাহার আর্থিক সহযোগিতায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটির তরফে ছাত্রযুবদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হল।


জানা গিয়েছে, করোনা মহামারি পরিস্থিতিতে যেসকল ছাত্রযুবরা সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে তাদের হাতে এদিন প্রায় ২১টি স্যানিটাইজার স্প্রে মেশিন তুলে দেওয়া হয়।পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে যেসমস্ত শিশুরা অভিভাবকহীন হয়েছে সেরকম ৫টি দুঃস্থ পরিবারকে ১০ হাজার টাকা করে অর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লস স্কুলের প্রাক্তনীদের আর্থিক অনুদানে স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশনকে ১০হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

এছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে ৬টি অক্সিজেন সিলিন্ডার পরিষেবা চালু করা হচ্ছে।শহরবাসীরা এই পরিষেবা পাবেন।


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি গোপাল দে বলেন, ঋদ্ধিমান সাহা ও তার বাবার প্রশান্ত সাহা কাছে আবেদন রাখা হয়েছিল করোনা আক্রান্ত পরিবারে পাশে দাঁড়ানোর জন্য।সেই ডাকে সাড়া দিয়ে প্রশান্ত সাহা আর্থিক অনুদান করেন।পাশাপাশি শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুলেঈরা প্রাক্তনীরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হতে কিছু আর্থিক অনুদান তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *