শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ গান ভালোবাসে না এমন মানুষ খুবই কম।আর এই গানের মাধ্যমে শহরবাসীকে মন্ত্রমুগ্ধ করছে শিলিগুড়ির তিন যুবক।
গায়ক সন্দীপ বিশ্বাস, গিটারিস্ট শুভম সাহা এবং ড্রামার সন্দীপ বিশ্বাস।‘সুফিয়ানা ব্যান্ড’ এর এই তিন যুবক শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ‘স্ট্রিট শো’ করে মাতোয়ারা করছে শহরবাসীকে।তাদের এই অনুষ্ঠান শুরু হতেই রাস্তায় ভিড় জমে মানুষের।তারা সপ্তাহে একদিন ৭টা থেকে সাড়ে ৯টা অবধি ‘স্ট্রিট শো’ করে।গান শুনে খুশি হয়ে অনেকেই আর্থিক সাহায্য করেন যুবকদের।দর্শকরা পছন্দের গানের অনুরোধও করেন তাদের।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘স্ট্রিট শো’ করার চিন্তাভাবনা আসে তাদের মধ্যে।এরপরই শিলিগুড়িতে এই ধরণের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় তারা।বাঘাযতীন পার্কেই তাদের প্রথম অনুষ্ঠান।
গায়ক সন্দীপ বিশ্বাস জানায়, ‘স্ট্রিট শো’য়ের ধারণা ইউটিউব থেকে পাই।‘সুফিয়ানা ব্যান্ড’ এর সঙ্গে জড়িতদের সহায়তা করতেই তাদের এই উদ্যোগ।অনুষ্ঠান করে মানুষের কাছ থেকে যে আর্থিক সহায়তা পাই তা দিয়েই ব্যান্ডের লোকেদের সহায়তা করা হয়।
শুভম সাহা জানায়, করোনা পরিস্থিতির আগে ‘মিউজিক শো’ করার জন্য বাইরে যেত তারা।তবে বর্তমান পরিস্থিতিতে সবই বন্ধ।এই অবস্থায় আর্থিক সমস্যা দেখা দিয়েছে।এই কারণেই তারা ‘স্ট্রিট শো’ করার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, ড্রামার সন্দীপ বিশ্বাস জানান গত ৫ বছর ধরে ড্রাম বাজিয়ে আসছি।স্ট্রিট শো করার অভিজ্ঞতা কম কিন্তু এই ধরণের অনুষ্ঠান করতে পেরে খুশি।এদিকে, বাঘাযতীন পার্কে এই ব্যান্ডের গান শুনে যুবকদের প্রশংসা করেন দর্শকরা।