শিলিগুড়ির সূর্যনগর মাঠে মেলা ও অন্যান্য অনুষ্ঠান!সরব বিরোধীরা

শিলিগুড়ি, ১০ জুনঃ শিলিগুড়ির সূর্যনগর মাঠকে বিভিন্ন সময়ে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। সেখানে হচ্ছে মেলা ও অন্যান্য অনুষ্ঠান।এরফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে খেলার মাঠ।এমনই অভিযোগ পেয়ে শনিবার সূর্যনগর মাঠ পরিদর্শন করলেন পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন।


অভিযোগ, মাঝেমধ্যেই পুরনিগম এই মাঠকে বেসরকারি সংস্থাকে ভাড়া দিচ্ছে।এরফলে সেখানে বিভিন্ন সময়ে মেলা ও অন্যান্য অনুষ্ঠান হচ্ছে।মাঠে গর্ত করা হলেও কোনোরকম সংস্কার করা হচ্ছে না।এই অভিযোগ পেয়ে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে আজ পরিদর্শনে গিয়ে পুরনিগমের বিরুদ্ধে সরব হন অমিত জৈন।পাশাপাশি  প্রতিবাদও জানান তারা।  

এদিন অমিত জৈন বলেন, এই মাঠ খেলার মাঠ।তবে এই মাঠে বার বার অনুষ্ঠান ও মেলা করা হচ্ছে।মাঠের সংস্কার হচ্ছে না।এই মাঠ সংস্কারে বিজেপি দলগতভাবে উদ্যোগ গ্রহণ করবে।


অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিন এই মাঠ খেলার জন্যই ব্যবহার করা হয়।মাঠটিকে সংস্কার করে সীমানা প্রাচীর করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।তবে কয়েকদিনের জন্য ধর্মীয় অনুষ্ঠানে এই মাঠ ব্যবহার করলে তেমন কোন ক্ষতি হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCASİBOMholiganbet girişcasibomcasibom 780JOJOBETjojobetcasibomcasibom giriş güncel adresjojobet girişcasibom 760 girişcasibom güncelcasibomcasibom girişbahis siteleriCasibom Girişcasibom girisiCasibomgüncel girişlerCasibom GirişJojobethttps://jojobetgirisler.com/https://jojo-bet-giris.com/