শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি মহকুমা বইমেলা। বাঘাযতীন পার্কে ১৯ ডিসেম্বর অবধি চলবে এই বইমেলা। প্রায় ৬৫ টি স্টল থাকবে এই বইমেলায়। যেখানে নামী পাবলিশার্সরাও স্টল দেবে।
শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন পুরনিগমের প্রশাসক গৌতম দেব। স্থানীয় গ্রন্থাগার কৃত্যক ও শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার তরফে আয়োজিত হচ্ছে এই বইমেলা। এবারের বইমেলায় আড্ডাজোনও থাকছে। যেখানে শহরে সাহিত্যিক ও বিভিন্ন মহলের মানুষ আলাপচারিতা সারতে পারবেন। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।
গত বছর প্রায় ১০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল মহকুমা বইমেলায়। এবার তা আরও বাড়বে বলেই দাবি আয়োজকদের।