কোচবিহার, ২৭ নভেম্বরঃ রাজ ঐতিহ্য মেনে শুরু হয়ে গেল কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রাস উৎসব।
রবিবার রাত ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ মদনমোহন মন্দিরে ঐতিহ্যবাহী রাস চক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন কোচবিহারের জেলাশাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি অরবিন্দ কুমার মিনা।তার আগে মদনমোহন মন্দিরে বিশেষ পুজো করা হয়।রাজ প্রথা মেনে সারাদিন উপোস থেকে বিশেষ পুজোয় বসেন জেলাশাসক।জেলাশাসক রাসচক্র ঘুরিয়ে উৎসবের উদ্বোধনের পর সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হয় মদনমোহন ঠাকুর বাড়ির গেট।গেট খুলতেই রাস চক্র ঘোরানোর জন্য ঢল পড়ে সাধারন মানুষের।
২০০ বছরের বেশি পুরানো কোচবিহারের রাস উৎসবকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগম হয়।শুধু কোচবিহার জেলা নয় অসম, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন।মদনমোহন ঠাকুরবাড়ি চত্বরে প্রতিদিন চলে ধর্মীয় কীর্তন থেকে শুরু করে যাত্রাপালা।কোচবিহারের মহারাজাদের শুরু করা এই রাস উৎসবে বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কোচবিহারের জেলাশাসক।এবছরও রাজ প্রথা মেনে রাস চক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন তিনি।
মহারাজাদের আমলে থেকে হয়ে আসা রাসমেলাকে কেন্দ্র করে মানুষের আবেগ যেন সব কিছুকেই হার মানায়।রাজ ঐতিহ্যের পরম্পরাকে টিকিয়ে রাখতে কোচবিহারের রাস উৎসব যেন এক অনন্য নিদর্শন।