শিলিগুড়ি, ২৬ জুনঃ কাজ শুরু হয়ে মাঝপথে আটকে ছিল।অবশেষে শুরু হল বর্ধমান রোডে থমকে থাকা ফ্লাইওভারের কাজ। এর ফলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মনেও অসন্তোষ ছিল। বর্ধমান রোডে ফ্লাইওভারের কাজ শেষ হবে কিনা সেই আশা ছেড়ে দিয়েছিলেন মানুষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হল ফ্লাইওভার নির্মানের কাজ।
কিছুদিন আগেই মেয়র গৌতম দেব জানিয়েছিলেন, রাজ্যের পূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলে রেলের জমি সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে।শীঘ্রই বর্ধমান রোড ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হবে।এরপরই সোমবার মেয়র গৌতম দেবের উপস্থিতিতে বর্ধমান রোডের ফ্লাইওভার নির্মানের কাজ শুরু হল। ফ্লাইওভারের পাশে ভূমিপুজো করে কাজ শুরু করা হয়।
এদিন মেয়র গৌতম দেব জানান, রেলওয়ের জমি সংক্রান্ত সমস্যার জন্য বর্ধমান রোডের ফ্লাইওভার নির্মাণের কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল।বর্তমানে সমস্যার সমাধান হয়েছে।২০২৪ সালের মে মাসের মধ্যে এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হবে।শীঘ্রই শিলিগুড়িবাসী যানজটের সমস্যা থেকে মুক্তি পাবেন।
জানা গিয়েছে, বর্তমানে ফ্লাইওভার নির্মাণ কাজের বাজেটও বেড়েছে।৯০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই ফ্লাইওভার।
