শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হল পাড়ায় শিক্ষালয়।এদিন সকাল থেকে শিলিগুড়িতেও বিভিন্ন মাঠে পাড়ায় শিক্ষালয় শুরু হয়েছে।কিন্তু প্রথম দিনেই বেশ সমস্যায় পড়তে হয় পড়ুয়া ও অভিভাবকদের।
এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ি গার্লস হাইস্কুল, শিলিগুড়ি বয়েজ, হাকিমপাড়া জিএসএফপি স্কুলের পড়ুয়াদের জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গ্যালারিতে পাড়ায় শিক্ষালয়ের ব্যবস্থা করা হয়।
কিন্তু কড়া রোদের জেরে খোলা আকাশের নীচে গ্যালারিতে বসে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের।এমন অবস্থায় সন্তানদের দেখে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরাও।এর থেকে স্কুলে ক্লাসরুমে পড়াশোনা শুরু করানোর দাবি তোলেন অভিভাবকেরা।
এদিকে কড়া রোদে ক্লাস শুরু হলেও পরে গার্লস স্কুলের পড়ুয়াদের স্টেডিয়ামের অন্যত্র নিয়ে যেতে বাধ্য হন স্কুল শিক্ষিকারা।