শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়ে গেল ৪২তম উত্তরবঙ্গ বইমেলা।আগামী ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হবে।
এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের করা হয়।শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা শোভাযাত্রায় অংশগ্রহণ করে।উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।জানা গিয়েছে, আগামীকাল বইমেলায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, বিশিষ্ট লেখিকা অর্পিতা সরকার এবং মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।
এদিন মেয়র জানান, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বইমেলা শুরু হয়ে গেল।আগের তুলনায় এবারে স্টলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।প্রায় ৯৪টি প্রকাশনী এবছর বইমেলায় অংশগ্রহণ করছে বলে জানান তিনি।