শুরু হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় ফুল উৎসব

শিলিগুড়ি,১০ ফেব্রুয়ারিঃ আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় ফুল উৎসব। এবছর ৩৬ তম বর্ষে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে শুরু হবে এই উৎসব। 
এদিন এক সাংবাদিক সম্মেলনে শিলিগুড়ি হর্টিকালচার সোস্যাইটির সভাপতি নান্টু পাল এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সেন জানান, এই ফুল উৎসবে মোট ৮৩টি স্টল বসতে চলেছে। উত্তরবঙ্গে পাহাড় থেকে ৩৮ এবং সমতল থেকে প্রায় ৪০টি স্টল আসার কথা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গে স্ট্রবেরি চাষ, ফুল চাষ নিয়ে একটি সেমিনারও রয়েছে। শহরে একটি ফুলবাজারের দাবি এই সোস্যাইটি বহুদিন থেকেই করে আসছে তবে কোনো সরকারের কাছেই সাড়া পাননি। শহরের সৌন্দর্যায়ন, ব্যাবসা বৃদ্ধির ক্ষেত্রে একটা ফুলবাজার তারা বরাবরই দাবি করে এসেছেন। বিষয়টি নিয়ে আবারও তারা রাজ্যসরকারের কাছে আবেদন জানাবেন বলে জানান সম্পাদক প্রশান্ত সেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে স্টল আসছে এবারের ফুলমেলায়, থাকছে বিভিন্ন ধরনের ফুলের সম্ভার। ফুলের পাশাপাশি দেখা যাবে বিভিন্ন রকম ফল। ফুলের প্রদর্শনীর পাশাপাশি ফুলের চারা বিক্রিও হবে। ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত এই ফুল উৎসব চলবে।
জানা গিয়েছে, ১৩ ফেব্রুয়ারী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মন্ত্রী গৌতম দেব, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বঙ্গরত্ন প্রাপ্ত ভারতী ঘোষ, এছাড়াও আরও অনেকে। মেলার পাঁচদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş