শুরু হয়েছে ইংরেজি মাধ্যম, শিক্ষকের অভাবে পড়তে হচ্ছে সমস্যায়

শিলিগুড়ি,২৮ জুলাইঃ শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে বাংলা মাধ্যমের স্কুলগুলিতে চালু করা হয়েছিল ইংরেজি মাধ্যমের পঠনপাঠন।


শিলিগুড়িতে শিলিগুড়ি গার্লস হাইস্কুল এবং শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে চালু করা হয়েছিল ইংরেজি মাধ্যমের পঠনপাঠন।বর্তমানে এই দুটি স্কুলে ইংরেজি মাধ্যমে নবম শ্রেণী পর্যন্ত পঠনপাঠন চলছে।কিন্তু বছর পাঁচেক আগে ইংরেজি মাধ্যমে এই দুটি স্কুলে পড়াশোনা শুরু হলেও এখনও পর্যন্ত একজন শিক্ষকও নিয়োগ করা হয়নি।স্বাভাবিকভাবেই দুই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা খুব একটা সন্তুষ্ট নন।একপ্রকার বাধ্য হয়েই বাংলা মাধ্যমের শিক্ষক-শিক্ষিকাদের দিয়েই কোনওভাবে সারা হচ্ছে পড়াশোনা।

গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচি এবং বয়েজ স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত জানান,যেহেতু ইংরেজি মাধ্যমের শিক্ষক নেই তাই একটু সমস্যা হচ্ছে।প্রথম বছর থেকেই দুই স্কুলের তরফেই জেলা বিদ্যালয় পরিদর্শককে একাধিকবার চিঠি করা হয়েছিল শিক্ষক চেয়ে।সেই সময় থেকে চিঠি মারফত আবেদন নিবেদন করা হলেও বছর পাঁচ অতিক্রান্ত হলেও কোনও সুরাহা হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *