হলদিবাড়ি,১৮ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হল হুজুর সাহেবের একরামিয়া ইসালে সওয়াব কমিটি পরিচালিত হুজুর সাহেবের মেলা। মেলার শুভ সূচনা করেন কমিটির সভাপতি গদ্দীনশিন হুজুর খন্দকার আফজালুল হক।
সেখানে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক লুৎফর রহমান সহ অন্যান্য সদস্যরা। কমিটির সম্পাদক লুৎফর রহমান জানান, এবছর ৭৬ তম বর্ষ।
হলদিবাড়ি থানা সূত্রে খবর,হুজুরের মেলায় নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। মেলা প্রাঙ্গণে রয়েছে একটি পুলিশ ক্যাম্প। মেলা চলাকালীন সর্বক্ষণ উপস্থিত আছেন এসপি ডাঃ সন্তোষ লিম্বকর, ট্রাফিক ডিএসপি ডাঃ চন্দন দাস, এসডিপিও মেখলিগঞ্জ সিদ্ধার্থ দর্জি, আইসি পদ মর্যাদার বেশ কয়েকজন অফিসার। মহিলা পুলিশ সহ কনস্টেবল প্রায় ৭০০ জনের মতো।এছাড়াও রয়েছে মেলা কমিটির নিজস্ব প্রায় ৫৫০জন স্বেচ্ছাসেবক। এছাড়াও মেলা প্রাঙ্গণে রয়েছে দমকলের একটি ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স।
হলদিবাড়ি থানার আইসি দেবাশিস বসু বলেন, ড্রোনের সাহায্যে সমস্ত মেলা প্রাঙ্গণে নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে প্রচুর পুরণার্থীদের সমাগম শুরু হয়েছে।