শিলিগুড়ি, ৯ আগস্টঃ ডেঙ্গি নিয়ে সার্ভে করতে গিয়ে কাজে বাঁধা।নিরাপত্তার অভাবে বুধবার সার্ভের কাজ বন্ধ করলেন শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্যকর্মীরা।
শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ড ডেঙ্গির আঁতুড় ঘর হিসেবে চিহ্নিত হয়েছে।বিগত বছরগুলিতে এই ওয়ার্ডে বহু মানুষ ডেঙ্গি আক্রান্ত হন।এই কারণে ডেঙ্গি রুখতে এই ওয়ার্ডে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে পুরনিগম। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও সার্ভের কাজ করছেন।তবে অভিযোগ, সার্ভে করতে গিয়ে বিভিন্নভাবে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের।
জানা গিয়েছে, গত সোমবার ৫ নম্বর ওয়ার্ডে সার্ভে করতে গিয়ে বাঁধা দেওয়া হয় তাদের।এমনকি দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ।ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন স্বাস্থ্যকর্মীরা।অন্যদিকে কাজে নিরাপত্তার অভাব দেখে বুধবার ওই এলাকায় কাজ বন্ধ করে দেন স্বাস্থ্যকর্মীরা।পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ দুলাল দত্ত ও ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতোর অনুরোধে কাজে যোগ দেন তারা।
এই বিষয়ে মেয়র পারিষদ দুলাল দত্ত জানান, সঠিক পরিচয় পত্র থাকা সত্ত্বেও কাজে বাঁধার সৃষ্টি করছে কিছু মানুষ।তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
অন্যদিকে এই বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, গত সোমবার সমস্যা হয়েছিল।আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম।বিষয়টি নিয়ে পুরনিগমের হস্তক্ষেপ দাবি করেন তিনি।