শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় সূর্যসেন মহাবিদ্যালয়ে আয়োজিত হল করোনার টিকাকরণ শিবির।
জানা গিয়েছে, এদিন ফিতে কেটে শিবিরের উদ্বোধন করেন পুর প্রশাসক গৌতম দেব।তিনদিন ব্যাপী এই শিবির চলবে।এই শিবিরের মধ্য দিয়ে ৯০০ জন ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের করোনার প্রথম ডোজ দেওয়া হবে।
এদিন প্রশাসক গৌতম দেব বলেন, করোনা টিকাকরণের ক্ষেত্রে মেয়েরা, ছাত্রীরা অনেক পিছিয়ে রয়েছে।আজ ৮০ শতাংশ ছাত্রীর টিকাকরণ হয়েছে।আমরা চাই সমস্ত ছাত্র-ছাত্রীর টিকাকরণ হোক।