শিলিগুড়ি, ৭ অক্টোবরঃ ‘সংবিধান মেনে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হোক পাহাড়কে’-শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
জানা গিয়েছে, দলীয় কাজে শিলিগুড়িতে রয়েছেন সূর্যকান্ত মিশ্র।আগামী বিধানসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, মহকুমা পরিষদের নির্বাচনের রণকৌশল তৈরি করতে দফায় দফায় জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করছেন তিনি।বুধবার হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনে উত্তরবঙ্গের জেলা নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক করেন সূর্যকান্ত মিশ্র।
পাহাড় প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, পাহাড়ে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তার দায় রাজ্য সরকারের।তিনি দাবি করেন ‘সংবিধান মেনে উচ্চ ক্ষমতা দেওয়া হোক পাহাড়কে’।শুধু তাই নয় ষষ্ঠ তপশীলের আওতায় পাহাড়বাসীর উন্নয়ন করারও দাবি করেন তিনি।